মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ১১ ভাদ্র ১৪৩২
 

গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার চরাঞ্চল এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় হয়েছে। 

অভিযুক্ত বিষা শেখের বাড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডপুর গ্রামে। 

এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১০ বছর বয়সী শিশুটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টার জমিতে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক বিষা শেখকে গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় বৃদ্ধাকে একমাত্র আসামি করা হয়। শিশুটি বর্তমানে তার মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।  মঙ্গলবার শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সেইসাথে ধর্ষণের অভিযোগে ঐ বৃদ্ধাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft