সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
 

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ২:২৬ অপরাহ্ন

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক, মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও অটোরিকশার চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।

আহত ব্যক্তি হলেন নয়ন শেখের মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি জানান, এ সময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা মা মারাত্মক আহত হন। এ ছাড়া অটোরিকশার চালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft