বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

লিভারপুলের হয়ে আরও একটি রেকর্ড মোহাম্মদ সালাহ'র
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

লিভারপুলের সঙ্গে এখনও চুক্তি সম্পর্কিত ঝামেলা শেষ হয়নি। লিভারপুল যদি চুক্তিটা নবায়ন না করে, তাহলে এই মৌসুম পর মোহাম্মদ সালাহ হয়ে যাবেন ফ্রি-এজেন্ট। তিনি আর লিভারপুলের ফুটবলার থাকবেন না। নিজের শেষ মৌসুম জেনেও যেন নিজেকে উজাড় করে দিচ্ছেন মিশরীয় এই ফুটবলার। করে যাচ্ছেন একের পর এক গোল কিংবা করছেন অ্যাসিস্ট।

গোলের পর গোল করে অনেক রেকর্ডও ভাঙছেন তিনি। এই যেমন শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে জোড়া গোল করলেন সালাহ। লিভারপুলকে এনে দিলেন ৪-১ গোলের জয়। জোড়া গোল করে মোহাম্মদ সালাহ ইতিহাসের পাতায় নাম লিখে নিলেন। চলতি মৌসুমে মোহাম্মদ সালাহ ৪১ ম্যাচে করলেন ৩১তম গোল।

লিভারপুলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। লিভারপুলের জার্সি গায়ে সালাহর নামের পাশে শোভা পাচ্ছে এভন ২৪২টি গোল। ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচেই লিভারপুল কিংবদন্তি গর্ডন হজসনের সমতায় এসেছিলেন। ১৯২৬ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছিলেন হজসন।

তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গোল করে হজসনকে পেছনে ফেলেন তিনি। শনিবার সাউদাম্পটনের বিপক্ষে করলেন জোড়া গোল। তার সামনে রয়েছেন এখন কেবল দু’জন। ৩৪৬ গোল নিয়ে ইয়ান রাশ এবং ২৮৫ গোল নিয়ে রজার হান্ট।

শুধু তাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে মোহাম্মদ সালাদ সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫ম নম্বরে রয়েছেন। একই অবস্থানে রয়েছেন ম্যানসিটির সাবেক স্ট্রইকার সার্জিও আগুয়েরো। আর নন-ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোল এখন সালাহর।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখানোর পর এখনও পর্যন্ত খেলেছেন ৩৯০টি ম্যাচ। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত করেছেন ১৮১ গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৪৫ গোল। ৬টি করেছেন এফএ কাপে, ৫টি করেন ইউরোপা লিগে, চারটি কারাবাও কাপে এবং ১টি গোল করেন কম্যুনিটি শিল্ডে। এছাড়া সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০৯টি অ্যাসিস্ট করেছেন মোহাম্মদ সালাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft