প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সৌদি প্রবাসী সালেহ আহমদ সাদির নামীয় সামাজিক সংগঠন সাদির ট্রাস্টের উদ্যাগে ৪শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (৮মার্চ) সকাল ১১ টায় উপজেলার শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমী সড়কে এসব ত্রাণ বিতরণ করা হয়।
সাদির ট্রাস্টের প্রতিনিধি জাহির আলী জানান, গত কয়েকদিন ধরে শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ৪শতাধিক দরিদ্র অসহায় পরিবারের তালিকা করা হয়। তালিকাকৃত পরিবারের মাঝে আগেই একটি করে কার্ড প্রেরণ করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সৌদি আরব থেকে অর্থ পাঠালে, হতদরিদ্র পরিবারের জন্য ১সাপ্তাহের চাল, ডাল, তেল, সেমাই খেজুর, ছোলা,পিয়াজ,আলু ও লবন মিলিয়ে এক একটি ব্যাগ করা হয়। শনিবার সকালে এসব ত্রাণ বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত লেখক, সমাজ সেবক ও সাংবাদিক মুজিবুর রহমান ও সমাজ সেবক মিজানুর রহমান।