বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

খুলনার দেশীয় দোনালা বন্দুক ও কার্তুজসহ আটক ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

খুলনার রুপসায় কোস্ট গার্ড, নৌ বাহিনী এবং পুলিশ এর যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। তারা খুলনা জেলার রুপসা থানার বাসিন্দা। আটক ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে বলে জানা যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২ টায় খুলনার রুপসা থানাধীন আলাইপুর এলাকায় কোস্ট গার্ড এর নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft