বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

খুলনায় অভিযানে ২২টি ইটভাটা বন্ধ
মোঃ জোবায়ের ইসলাম অলি, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

খুলনার রূপসায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ২২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার শ্রীফলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এবং আইন শৃঙ্খলা বাহিনীর রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।

অভিযানে শামীম জমাদ্দারের হিনো ব্রিকস, রনি ব্রিকস, আজাদ ব্রিকস, আজাদ ব্রিকস-২, হিরো ব্রিকস, মুন ব্রিকস, এবিআই ব্রিকস, হারুন ব্রিকস, ফরিদপুর ব্রিকস (FBM),টাটা ব্রিকস, এনবিআই ব্রিকস, বস ব্রিকস, গোল্ড ব্রিকস, জাকির শেখ ব্রিকস, সিটি-১ ব্রিকস, সিটি-২ ব্রিকস, তারা ব্রিকস সহ মোট ২২টি ইটভাটা ৩ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারায় ২২টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২টি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পারায় চুল্লী বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং পল্লীবিদ্যুত সমিতির সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft