শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

মাদারীপুরে ডাকাত দলের ছোড়া হাতবোমা ও গুলিতে আহত ৫
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

মাদারীপুর দিয়ে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেওয়ায় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃত্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

আহতদের গুলিবিদ্ধ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা (৪৪), আব্বাস সরদারের ছেলে অনিক সরদার (১৪), কালাম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (৩৫), আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৭) ও হানিফ ফরাজীর ছেলে সাইম ফরাজী (১৮)। তারা সবাই বালু কাটা শ্রমিক হিসেবে মাদারীপুরে কাজ করতো।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শরীয়তপুর থেকে ডাকাতি করে স্প্রীডবোট নিয়ে নদীপথে ফিরছিল একদল ডাকাত। এসময় মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর ও রাজারহাটের মাঝামাঝি আসলে এলাকার লোকজন বাল্কহেডের সাহায্যে তাদের বাধা দেয়। একপর্যায়ে আটকা পড়ে গেলে ডাকাতদল তাদের স্প্রীড বোট থেকে জনগনকে লক্ষ্য করে এলোপাতাড়ি শটগানের গুলি ছোড়ে এবং হাতবোমা নিক্ষেপ করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন।পরে ডাকাত দল পুনরায় শরীয়তপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়কজনকে উদ্ধার করে ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। আহতদের শরীরে একুশটি পর্যন্ত রাবার বুলেট লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft