প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের (এনআরএফ) আয়োজনে 'গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব' শীর্ষক আলোচনা সভা ও 'নন্দিত নেত্রী খালেদা জিয়া' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুদ্ধিজীবীদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আজকে দুয়েকজন বুদ্ধিজীবী বলেন- ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। উনারা ভুলে গেছেন, উনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। আমি শুক্রবার নতুন যারা দল করেছেন, তাদের ওখানে উপস্থিত ছিলাম- তারা অনেক ভাল ভাল কথা বলেছেন। কিন্তু রাষ্ট্র সম্পর্কে পলিটিকাল ফিলোসফি আমি পাইনি।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা হত্যা করে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এটা যে কোন একজন গণতান্ত্রিক মানুষকে করতে হতো, এটা জিয়াউর রহমান করেছেন। জিয়াউর রহমান কোন গণতান্ত্রিক শাসক উৎখাত করে ক্ষমতায় আসেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ।