সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

চাঁপাইনবাবগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর সরিষাখেত থেকে পলাশ হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে সদর উপজেলার নয়ানগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা অটো রিকশা ছিনতাই করতে হত্যা করা হয়েছে পলাশকে। 

পলাশ হালদার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরের শ্রী রাকফর হালদারের ছেলে।

সদর মডেল থানার ওসি রইস উদ্দীন জানান, বেলা সাড়ে ১০ টার দিকে সরিষা খেতে পলাশের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পলাশের গলায় মাফলার পেচানো ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাই করতে পলাশকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, নিজের অটো রিকশা নিয়ে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হয় পলাশ। ওইদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তার বাবা রাকফর হালদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft