সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

নাফনদীতে দীর্ঘ ৮ বছর পর মাছ ধরার অনুমতি মিললো
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

দীর্ঘ আট বছর পর খুলে দেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফের নাফনদী। এখন থেকে জেলেরা এই নদীতে গিয়ে মাছ ধরতে পারবেন। তবে এ জন্য মানতে হবে কিছু শর্ত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, নাফনদীতে বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে নাফনদীতে মাছ ধরার অনুমতি দেওয়া হয়।

সে ক্ষেত্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের ভেতরে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবেন জেলেরা।

মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির পাঁচটি নির্ধারিত পোস্টে টোকেন ও পরিচয়পত্র দেখাবেন জেলেরা। মাছ ধরা শেষে ফেরত আসার পর জেলেদের তল্লাশি করবেন বিজিবির সদস্যরা।

কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে যেতে পারবেন না। এছাড়া কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করা যাবে না।

এই অনুমোদন সাময়িক। তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft