সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

নারায়ণগঞ্জে ঘর থেকে এনজিও কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের টানবাজার সাহাপাড়া এলাকায় এক এনজিও কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম উৎপল রায় (৬২)। 

তিনি সাহাপাড়া এলাকায় শংকর সাহার বাড়িতে বসবাস করতেন।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, বাড়িতে একজন নারী গৃহপরিচারিকা কাজ করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বাসায় আসেন এবং রাত ৯টায় বের হন। রাত সাড়ে ৯টায় আমি বাসায় এসে দরজা তালাবদ্ধ দেখতে পাই। দরজার তালা ভেঙে প্রবেশ করতেই আমার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft