সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

রাণীশংকৈলে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৪০জন ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ২০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অফিস চত্বরে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। 

প্রধান অতিথি ইউএনও তিনি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ চেক প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠির ১৫টি পরিবার ও ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার ৭'শ ৫০ টাকা এবং ৪০ জন চিকিৎসাধীন প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহীতা উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft