সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে গয়াল প্রজাতির নীলষাঁড় উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১১ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার থেকে গয়াল প্রজাতির একটি নীলষাঁড় উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকার একটি পেয়ারা বাগান থেকে ওই নীলষাঁড়টি উদ্বার করা হয়।

উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একটি নীলষাঁড় দেখতে পায় স্থানীয়রা। উদ্ধারের পর নীলষাঁড়টি  স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে রাখা হয়। এসময় খবরটি আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে এক পলক ষাঁড়টি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে নীলষাঁড়টি হেফাজতে নেয়। 

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, জনতার তাড়া খেয়ে গয়াল প্রজাতির নীলষাঁড়টি বিভিন্ন স্থানে ছুটাছুটি করেন। এসময় ষাঁড়টি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। এতে প্রাণীটি বেশ অসুস্থ হয়ে পড়ে। ষাড়টিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধারের পর ষাঁড়টি থানায় রাখা হয়েছে। ওই নীলষাঁড়টি কোথায় হস্তান্তর হবে তা পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft