মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

‘র’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ফয়জুল করিম
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার কাছে তথ্য আছে ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের হাত রয়েছে।

ফয়জুল করীম আরও বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানকার প্রশাসনকে বরখাস্ত করতে হবে। বদলি করলে হবে না। কারণ প্রশাসনের অগোচরে বাংলাদেশে কিছুই হওয়া সম্ভব না। প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন। যুবকরা জেগে উঠলে দেশ জেগে উঠবে। তাই যুবকদের সঠিক পথে পরিচালিত করতে হবে বলেও জানান তিনি।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আল-আমিন সোহাগ এতে সভাপতিত্ব করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft