রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

অবৈধ ভারতীয় অভিবাসীদের শেকল পরিয়ে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, অবৈধ ভারতীয় অভিবাসীদের পায়ে শেকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার একটি সামরিক বিমানে করে ভারতীয়দের পাঞ্জাবে পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন। 

প্রতিবেদনে বলা হয়, প্রথম দফায় পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন। গতকাল বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে যুক্তরাষ্ট্রের সি-১৭ বিমান।

অমৃতসর বিমানবন্দরে নামার পর তাদের বাঁধন খোলা হয়। এর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবৈধবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিলেন পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। কোনো সংবাদমাধ্যম কাছে যেতে পারেনি। বিমানবন্দর থেকে গাড়িতে করে তাদের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। 

হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ভিডিও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল বিভাগের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস। তার বক্তব্য, ‘ ‘ভারতের বেআইনি এলিয়েনদের ফেরত পাঠাতে সফল হলো বর্ডার প্যাট্রোল। সামরিক বিমান ব্যবহার করে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্বে অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। বেআইনি ভাবে প্রবেশ করলে, ফেরত পাঠানো হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   ভারত   যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft