রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

নীলফামারীতে ৬২ লাখ টাকার কোকেন-হিরোইন উদ্ধার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন

নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন ও কোকেন আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে একইদিনের দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদূরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে। 

সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন ও ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। 

সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনও এসময় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft