সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

মারা গেছেন মহামান্য যুবরাজ করিম আল-হুসাইনি আগা খান
আনোয়ার আরমান
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

বিশ্বের ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতা এবং মানবহিতৈষী আগা খান (প্রিন্স করিম আগা খান) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিশ্বজুড়ে তিনি তার দানশীল ও মানবহিতৈষী কাজের জন্য পরিচিত।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, বুধবার পর্তুগালের লিসবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি চিরবিদায় নেন।

আগা খান ছিলেন ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের ৪৯তম ইমাম। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তার নেতৃত্বে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিশ্বব্যাপী অসংখ্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে, যা লক্ষাধিক মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১ বিলিয়ন মার্কিন ডলার।

সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা আগা খান ছিলেন ব্রিটিশ নাগরিক; ফ্রান্সের একটি প্রাসাদে তিনি বসবাস করতেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান। তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং হার্ভার্ড ও এমআইটির যৌথ উদ্যোগে আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন।

বাংলাদেশেও তার অবদান স্মরণীয়, বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার সংস্থার কাজ প্রশংসিত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft