বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

কালুখালীতে বিএনপির জন সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মজিদ মোল্লা দারোগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদের সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশিদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সানাউর রহমান খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও কালুখালী উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft