মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান    রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ    শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন   
কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি আইনের মামলায় শিক্ষকসহ গ্রেপ্তার ৩
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায় জেলা বিএনপির সদস্য রামশীল খাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন ওঝা (৪৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন- উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) এবং হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম। 

জানা যায়, বিষ্ণু ওঝার দুবাই প্রবাসী ছেলে সুজিৎ ওঝা (২৫) অষ্টম শ্রেনী (১৪) পডুয়া এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের জেরে ইমোতে কথা বলার ছলে মোবাইলে ভিডিও রেকর্ড করে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় কৌশলে ওই কিশোরীর নগ্ন ভিডিও দেশের বন্ধুদের ইমোতে শেয়ার করে তাদের সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে লোক লজ্জার ভয়ে বাড়ী হইতে বের হতে পারছে না। স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। সে যে কোন সময় আত্মহত্যা করতে পারে। আমরা অসহায় গরিব এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

এ ব্যাপারে সুজিৎ এর পিতা বিষ্ণু ওঝার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরঞ্জন ওঝা, মনির মেম্বর সহ কয়েকজন শালিস বৈঠকের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছে। 

নিরঞ্জন ওঝা বলেন, মামলা করে আদালতে গেলে সম্মান যাবে মেয়ের, আমাদের তো ছেলে, মেয়ে তো তাদের। 

এ বিষয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুনুর রশিদ বলেন, থানায় একটি মামলা দায়ের হয়েছে, তিন আসামী কে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় হাসিনা বেগম বাদি হয়ে সাত জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০২, তারিখ- ০৬/১১/২০২৪ ইং।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft