মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭    চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত    উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান   
সাবেক মন্ত্রী শাজাহান খান ঢামেকে ভর্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকা শাজাহান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে শাজাহান খানকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী হাসপাতালের টিকিট কেটে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক শাজাহানের কিছু পরীক্ষা করান। এরপর তাকে হাসপাতালের নতুন ভবনে দ্বিতীয় তলায় হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর আদালতে তোলা হলে বিচারক শাজাহানকে রিমান্ডে পাঠান। সেখানে তিনি অসুস্থ বোধ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বল বলে জানিয়েছেন। উনার প্রেসার হাই, এছাড়া তার হার্টে রিং স্থাপন করা হয়েছিল। শারীরিক কিছু পরীক্ষা করে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানার সদস্যরা সাবেক মন্ত্রী শাজাহান খানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft