মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

ছাত্রলীগ নিষিদ্ধ করায় আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনা পলাতক তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত হয়েছে। 

গতকাল সোমবার (২৮অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ চৌমুহনী থেকে একটি  মিছিল ভানুগাছ বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ষ্টেশন পার্কিংগে পথসভার মাধ্যমে সমাপ্ত হয় । 

পথসভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মহসিন আহমদ, কমলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ভূইয়া রাজন রেজা, যুগ্ম আহবায়ক মিজান আহমদ ও সদস্য মাছুম মাহমুদ সিয়াম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আর কোনো মুজিববাদের ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ১৭ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাহাদের  দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft