মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতে মূর্তি বিসর্জনকে বাংলাদেশে মন্দিরে হামলা বলে প্রচার: ফ্যাক্ট ওয়াচ    পবিত্র কোরআনে পরকালের জীবন    শেখ হাসিনা ছিলেন ভারতের বেতনভুক্ত কর্মচারী: হাসনাত    আবারও বাড়ল স্বর্ণের দাম    বেসরকারি খাতে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি    সিরিয়ায় সেনা ঘাটি ও বিমান হামলা বাড়াতে চায় ইসরাইল    আদালতে আসামি চন্দনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি   
একযোগে পুলিশের ৩৫ কর্মকর্তা বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা পুলিশ কর্মকর্তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জামিনুর রহমান খান, কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, চট্টগ্রাম সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নোবেল চাকমা, চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ এবং ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সানজিদা আফরিন।

বদলি করা অন্যরা হলেন- চট্টগ্রাম সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন, মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আনাম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওয়াহিদুন্নবী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, টাঙ্গাইলের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার ইলিয়াস কবির, বরিশালের মেহন্দীগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জি এম মাজহারুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস।

এছাড়া বদলি করা অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, নোয়াখালীর চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস, ডিএমপির সহকারী পুলিশ সুপার আশফাক আহমেদ, চট্টগ্রাম সিএমপির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. আরিফুল হোসাইন তুহিন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার রেজোয়ানা কবির প্রিয়া, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের, সিলেট এসএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জায়েদ হাসান, নরসিংদী জেলা শিল্প এলাকার সহকারী পুলিশ কমিশনার তোয়াহা ইয়াসীন হোসেন এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নূরুল মোত্তাকিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft