মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
কেজিএফ থ্রি দিয়ে ফিরবেন যশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

কেজিএফ সিনেমার মাধ্যমে দর্শকের মাঝে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন যশ। রকি ভাই চরিত্রটি দারুণ সাড়া ফেলে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। এরপর ২০২২ সালে সিনেমাটির দ্বিতীয় কিস্তি কেজিএফ চ্যাপ্টার টু ব্যবসা সফল হয়।

স্বাভাবিকভাবেই সিনেমাটির তৃতীয় কিস্তি কবে আসবে তা নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই।

এবার এক সাক্ষাৎকারে কেজিএফ থ্রির রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা জানালেন যশ। 

দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেতা বলেন, অবশ্যই কেজিএফ থ্রি সিনেমা নিয়ে পরিকল্পনা রয়েছে। পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়েছে।

তবে এই মুহূর্তে দুটি প্রকল্প (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছেন বলে জানান যশ। 

তিনি বলেন, ‘আমি ও প্রশান্ত নীল বিষয়টি নিয়ে আলোচনা করি। বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। বড় আয়োজনের সিনেমাটিতে আমাদের পুরো মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

কেজিএফ থ্রি যশের ভাষ্য, ‘যা খুশি তাই বানিয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই না আমরা। দর্শকদের আমরা ভালোবাসি, কারণ তারাও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তাই তো এমন কিছু বানাতে চাই যেন দর্শকরাও গর্ব করে। এটি কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

এখন কেজিএফ থ্রি সিনেমার অফিশিয়াল ঘোষণা কবে আসে তা দেখার অপেক্ষায় যশ ভক্তরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft