বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নওগাঁয় ভুল তথ্য ছরানোর প্রতিবাদে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে সড়ক বিভাগে কর্মরত কর্মচারী সোহেল রানার মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদে নওগাঁ সড়ক বিভাগ প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন সড়ক বিভাগ নওগাঁর অফিস চত্ত¡রে অবস্থিত পরিদর্শন বাংলো সম্পর্কে ইলেকট্রনিক/সাংবাদিকগণের নিকট মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্য প্রদানের জন্য সড়ক উপ-বিভাগ পত্নীতলায় কর্মরত পাহাদার মো: সোহেল রানা বাবলুকে অনতিবিলম্বে চাকুরী হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন কর্মচারী তার ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে নিজের বিভাগকে নিয়ে বিতর্কিত ও সম্মানহানীকর তথ্য বাহিরে প্রকাশ করতে পারেন না। বাবুল সেই নাক্কারজনক কাজটিই করেছে। আমরা এমন জঘন্যতম কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি দ্রæত সড়ক বিভাগ কুচক্রী বাবলুকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান না করেন তাহলে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন। 

এসময় বক্তব্য রাখেন নওগাঁ সড়ক বিভাগের কর্মচারী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লেবু প্রমুখ। পরে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেলের আশ্বাসে কর্মকর্তা/কর্মচারীরা তাদের কর্মসূচি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।

এ বিষয়ে কর্মচারী সোহেল রানা বাবলুর বক্তব্য নিতে তার মুঠোফোনে ফোন দিলে রিসিভ না হওয়ায় বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। 

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল বলেন, বাবলুর মতো কর্মচারী প্রতিটি বিভাগের জন্য খুবই ভয়ঙ্কর। যে কর্মচারী তার নিজের স্বার্থের জন্য নিজের কর্মস্থলকে নিয়ে বাহিরে মিথ্যে, বানোয়াট ও সম্মানহানীকর তথ্য ছড়িয়ে দিয়ে সুনাম নষ্ট করে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বাবলুর বিষয়টি আমাকে জানিয়েছে। আমি দ্রুত তদন্ত সাপেক্ষে বাবলুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft