বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:১২ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মৃতদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষারা।

নিহত কামাল হোসেন (৩২) উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে তিনি নিহত হন বলে জানিয়েছেন কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

স্থানীয়রা বলছেন, কামাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে যায়।

কামাল কোনো ধরনের ‘চোরাকারবারে যুক্ত নয়’ দাবি করে তার বড় ভাই হিরন মিয়া বলেছেন, বিএসএফ তাকে গুলি করেছে ‘বিনা কারণে’।

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, “কামাল হোসেন ভারতের ২৫ গজ অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে গেছে বিএসএফ।”

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের মৃতদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

কামাল কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft