প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ শহরের দরগাপাড়ায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৪৮ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অপরাধে কারখানার মালিক জামাল উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পৌরএলাকার অভিযান চালিয়ে তাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাস। কারখানার মালিক জামাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার মৃত তসলিম উদ্দীনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন-পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানা থেকে ৪৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে জামাল উদ্দীনকে ২০ হাজার জরিমানা করা হয়। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।