প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে।
আজ রোববার (৬ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে।
তিনি বলেন, আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার পর গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে।
গতকাল শনিবার (৫ অক্টোবর) দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, ২৮২ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে এসেছে।