বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে অগ্নিসংযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২ অক্টোবর) ভোররাতে তার বাড়ির সামনে রাখা গাড়িতে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চত করে জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন দেখে চিৎকার করে নিজেরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে গাড়ির দুটি টায়ার ও ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। সম্পূর্ণ গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলক ভাবে ক্ষতি করতে গাড়িতে অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি নেতা গাজী অহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা তাদের অবস্থানকে জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে। 

জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১১-৭২৫১ নোয়া মডেলের ওই গাড়িটি তার পারিবারিক ভাবে ব্যবহারের জন্য। গাড়িটি তার পিরোজপুর পৌরসভার উত্তরপাড়া রোড সড়কের বাড়িতে রাখা ছিল। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft