শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
 

গাজার পশ্চিম তীরে বিমান হামলা, অন্তত ১৮ জন নিহত     ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৩১৭ জন    মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার    পুরো মুসলিম বিশ্বের শত্রু একই: আয়াতুল্লাহ খামেনি    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব    ইরানের তেল স্থাপনায় আক্রমণ নিয়ে আলোচনা চলছে    ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩   
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১৪ কারখানা বন্ধ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

গাজীপুরে ১৪টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, মহানগরীর ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা চলতি মাসের ১০ তারিখে এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে ১২ সেপ্টেম্বর কারখানা বন্ধ ঘোষণা করেন। গত সোমবার গাজীপুরে প্রায় সব কারখানার সমস্যা সমাধান হলেও এই কারখানার শ্রমিকরা এখন পর্যন্ত বেতন-ভাতা পাননি।

বেতনের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে অর্ধশতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২–এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গাজীপুরে আজ ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেডও একটি। তাদের শ্রমিকরা একমাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft