প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৯ অপরাহ্ন
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে শতাধিক মানুষ বিক্ষোভে তাদের দাবি তুলে ধরেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যান। ২০ থেকে ২৫ মিনিট শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টা চাকমা নামের একজন বলেন, খাগড়াছড়িতে আমাদের ভাইদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা পাহাড়ে এমন রক্তপাত দেখতে চাই না। আমরা এর নিন্দা জানাই। কোনো আদিবাসীদের ঘরবাড়ি জ্বালানো চলবে না। আমরা নিশ্চিন্তে পাহাড়ে থাকতে চাই।
নিপ্পন চাকমা নামের আরেকজন বলেন, আমরা যখন অধিকার আদায়ে কথা বলি, তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের ওপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না।