বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ফের মুক্তি পাচ্ছে ঐশ্বরিয়ার 'তাল'
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

আবার মুক্তি পাচ্ছে বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সুপারহিট ছবি 'তাল'। সম্প্রতি ছবিটি রজতজয়ন্তীতে পা দিয়েছে। এবং সেই উপলক্ষ্যে 'তাল' প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে। যেখানে অনিল কাপুর ও অক্ষয় খান্নাও অভিনয় করেছিলেন। এবং এটি বাম্পার হিট হয়েছিল।

বেশ কিছু ক্লাসিক হিট চলচ্চিত্র আজও মনে গেঁথে রয়েছে ভক্তদের। যেগুলো প্রেক্ষাগৃহে মাঝেমধ্যেই পুনরায় মুক্তি পাচ্ছে, যা দেখতে দর্শকরা সিনেমা হলে বারবার ফিরেও যাচ্ছেন এবং উপভোগ করছেন সিনেমাটি। 

এর আগেই পুনরায় মুক্তি পেয়েছে- 'ব়্যাহনা হ্যায় তেরে দিল মে', 'লায়লা মজনু', 'লাভ আজ কাল', 'রকস্টার', 'পার্টনার', 'রাজা বাবু'-এর মতো ছবি। এবার সে তালিকায় নতুন নাম, 'তাল' দেখা যাবে আবারও সিনেমা হলে।

সম্প্রতি সুভাষ ঘাইয়ের এই ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ২৭ সেপ্টেম্বর 'তাল'টি মুক্তি পাচ্ছে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত 'তাল' ছবিতে অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই এবং অক্ষয় খান্নাকে দেখা গিয়েছিল নজর কাড়তে।

সেই সময় ছবিটি ৭০ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। বক্স অফিসে দেশব্যাপী ২২.১৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৫০.০৭ কোটি টাকা আয় করেছিল। 

উল্লেখ্য, 'তাল' ১৯৯৯ সালে ৬টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। 'কাহি আগ লাগে' গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে দেখা গেছে শাহিদ কাপুরকে। তখনো তিনি অভিনেতা হননি। খুব কম লোকই জানে যে 'তাল'-এ অনিল কাপুরের ভূমিকায় প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। এই ছবির জন্য অনিল কাপুর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft