প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন
এবার এস আলম মুক্ত হলো বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন- ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুঃ ফরীদ উদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।
ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মুঃ ফরীদ উদ্দীন আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নামে-বেনামে ব্যাপক ঋণ দিয়েছে ইউনিয়ন ব্যাংক। বিতরণ করা অধিকাংশ ঋণ খেলাপি হয়ে পড়েছে। আর এসব ঋণের বেশিরভাগ নিয়েছে সমালোচিত এস আলমের গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান। গ্রুপটি ঋণের টাকা ফেরত না দেয়ায় সংকটে পড়েছে ইউনিয়ন ব্যাংক।
গত ৫ আগস্ট সরকার পতনের পর একের পর এক ব্যাংক এস আলম মুক্ত করা হচ্ছে।