বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না: শান্ত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য দেশের তরুণ প্রজন্মের অন্যতম ‘আইডল’ হলেও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নিশ্চুপ ছিলেন। কানাডায় এক প্রবাসী বাংলাদেশি তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে সাকিব পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনি দেশের জন্য কী করেছেন।

সাকিবের এমন মন্তব্য শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে হামলা করে বিক্ষুব্ধ জনতা।

এমন পরিস্থিতিতে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষ করে দেশে না এসে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। সেখানে দুই টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।



বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সে টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাকিব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না। কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’

বরং অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবের কাছে এই সিরিজে বিশেষ কিছুর প্রত্যাশা শান্তর, ‘দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন। নিজের দায়িত্বটা জানেন, কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় (সেটিও জানেন)। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাকিব   শান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft