বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) গতকাল যোগদান করেছেন নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

এর আগে গত রোববার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগে উপসিচব ফরিদা ইয়াসমিন সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

খন্দকার রাশেদ মাকসুদ-এর তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে ব্যাংকখাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এনএ বাংলাদেশেল ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিটি ব্যাংক এনএ ইন্দোনেশিয়াতে ২০০৮-২০০১০ সময়কালে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিালক হিসেবে দায়িত্ব পালন করেনছেন।

সম্প্রতি তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের শেয়ারবাজার ও অর্থনীতির প্রবৃদ্ধি আরো তরান্বিত হবে এবং বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল ও উন্নত শেয়ারবাজার পাবেন বলে আশা করা যায়।

বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জবাবদিহিকে বলেন, নতুন চেয়ারম্যানেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আশা করি নতুন চেয়ারম্যান স্বচ্ছতার সঙ্গে শেয়ারবাজারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft