প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন
আগামী সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়া নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। তা নাহলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে তাদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে।’
আজ সোমবার (১২ আগস্ট) এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।
এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘লাইসেন্সবিহীন অস্ত্র অথবা গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।’
এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রোববার (১১ আগস্ট) রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি কারও কাছে থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়।