বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
রায়পুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এবার বিভিন্ন বাজারে দোকানে দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। 

এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন । এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। যদি কেউ চাঁদা চাইতে আসে সে বিষয়ে উপজেলা প্রশাসন এবং ছাত্রদের জানানোর জন্য আহবান জানান তারা।
 
এছাড়াও বাজারের সকল সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জন্য আহবান জানায় শিক্ষার্থীরা।

ছাত্রদের এমন উদ্যোগে তাদের প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয়রা। 

দোকানীরা জানায়, ছাত্রদের এমন উদ্যোগে আমরা মহাখুশি। এবার আমরা শান্তিতে ব্যাবসা করতে পারবো। আমরা তাদের পাশে আছি।

মনিটরিং শেষে ছাত্ররা জানায়, আমরা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেছি, অস্বাভাবিকভাবে যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে খেয়াল রাখতে বলেছি। সব সিন্ডিকেট ভেঙে দিতে বলেছি। যানজট কমানোর জন্য বাজারে ট্রাক প্রবেশে সময় নির্ধারণ করে দিয়েছি সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৮ টা। আশাকরি ব্যাবসায়ীরা শৃঙ্খলা বজায় রাখবেন। 

এছাড়াও সারাদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft