সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১
 

সপ্তাহে তিন দিন ছুটির যুগে সৌদি আরব    নিখোঁজ ‘বিটিএস–ভক্ত’ ছাত্রী সন্ধ্যায় ঢাকায় উদ্ধার    তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা জারি    স্ত্রীর সঙ্গে রাগ করে বাড়ি ছাড়া, ফিরলেন ৩২ বছর পর    ভারতের সঙ্গে সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে    ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল লোপাটের অভিযোগ   
মূলধন বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত দুদিনের মতো আজ বৃহস্পতিবারও (৮ আগস্ট) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ লেনদেন ষোড়শ কোটি টাকার ঘরে চলে এসেছে, যা গত ১০৯ কর্মদিবসের মধ্যে সবোচ্চ রেকর্ড এটি। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯১ দশমিক ৪৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়।

ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা, যা গত ১০৯ কর্মদিবসের মধ্যে সবোচ্চ রেকর্ড এটি। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৯১৩ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৫৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ২৪ হাজার ৮৫৫ কোটি ২১ লাখ টাকা।

আজ সূচক ডিএসইএক্স ৩০৬ দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২৪ দশমিক ৮১ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৬১৮ দশমিক ৭৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ দশমিক ৯১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩২ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬৪টির বা ৯১ দশমিক ৪৭ শতাংশ ও কমেছে ২৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি সাতটির।

লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে জেমিনি সীর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft