বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

আবারও নেপালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    রমজান উপলক্ষে নিত্যপণ্য আমদানি করবে সরকার    ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ    খরচ কমেছে হজের দুই প্যাকেজের    ৩৫ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ    চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে ফের আন্দোলন    দেশে শেখ হাসিনা ও আ.লীগের জায়গা হবে না: ড. ইউনূস   
বাংলাদেশে সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও দুষ্কৃতকারীদের নাশকতার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করছে, আমরা তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করি। একইসঙ্গে আমরা যেকোনো প্রতিবাদকারীর পক্ষে অংশ নিয়ে করা সহিংসতারও নিন্দা করি, যারা শান্তিপূর্ণ কর্মসূচিকে কেবল তাদের সহিংসতার অজুহাতে পরিণত করেছে। আমরা সব ক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই।’

মিলার আরও বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতাগুলো ভোগ করুক, যেভাবে আমরা চাই, সারা বিশ্বের মানুষ তাদের মৌলিক স্বাধীনতাগুলো প্রয়োগ করতে সক্ষম হোক। তাই আমরা প্রতিবাদকারী, নাগরিক ও সরকার সবাইকেই সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

অপর এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আবারও বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। আমরা ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত উপায়গুলো অনুসন্ধান করছি। আমরা ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় অন্যত্র চলে যাওয়ার অনুমতি দিয়েছি। বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলার ও অন্যান্য সেবা প্রদানের জন্য দূতাবাস উন্মুক্ত রয়েছে।’

মিলার আরও বলেন, ‘যেকোনো আমেরিকান নাগরিকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা যেকোনো মার্কিন নাগরিককে উত্সাহিত করি, যেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠাসহ যেকোনো বিষয়ে আলোচনার জন্য আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft