প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আইপিএলে সব ধরণের ক্রিকেটকে বিদায় বলেন ভারতের তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক। এবারের বিশ্বকাপেও দেখা গেছে তাকে। তবে, খেলোয়াড় নয় বরং ধারাভাষ্যকারের ভূমিকায়। বিশ্বকাপ শেষে সুসংবাদ পেলেন এই সাবেক ক্রিকেটার। বিরাট কোহলিদের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
আজ সোমবার (১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে দিনেশ কার্তিকের কোচ করার বিষয়টি নিশ্চিত করে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী বছরের আইপিএল থেকে দলটির দায়িত্বে দেখা যাবে তাকে। মূলত, ব্যাটিং কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে।
দায়িত্ব পাওয়ার পর কার্তিক বলেন, 'পেশা হিসেবে আমার কাছে কোচিং খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি সত্যিই খুবই রোমাঞ্চিত। আশা করি খেলোয়াড় হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটা দলের উন্নয়নে কাজে লাগাতে পারব।'
তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি ক্রিকেটে সফলতা শুধু টেকনিক্যাল শুদ্ধতার ওপর নির্ভর করে না, ম্যাচের গতিপ্রকৃতি বোঝা ও সে হিসেবে কাজ করতে পারাও গুরুত্বপূর্ণ। এই দলের ব্যাটিং বিভাগের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না।’
২০০৪ সালে ভারতের ওয়ানডে দলে ও টেস্টে অভিষেক হয় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০০৬ সালে। পেশাদার ক্রিকেটে খেলাবস্থায়ই ধারাভাষ্যকক্ষে বিচরণ করেন কার্তিক। ২০২১ সালে ইংল্যান্ড-ভারত সিরিজে কাজ করেছেন। ধারাভাষ্যকার হিসেবে দ্য হান্ড্রেডেও দেখা গেছে তাকে।