শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ডিভিডেন্ড বা লভ্যাংশ দিলেও ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়নি। ডিভিডেন্ড না দেয়ায় কোম্পানিটি বর্তমানে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্র বলছে, ২০১৯ সালের মাঝামাঝিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নিউ লাইন ক্লোথিংস ২০১৯ সালে ১০ শতাংশ ডিভিডেন্ড দেয়; যার মধ্যে ৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। ২০২০ সালেও ১০ শতাংশ ডিভিডেন্ড দেয় বিনিয়োগকারীদের; যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও একই পরিমাণ স্টক ডিভিডেন্ড। আর সর্বশেষ ২০২১ সালে ১২ দশমিক ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানিটি।
কোম্পানি সূত্রে আরো জানা গেছে, গত ৬ মাসে কোম্পানির শেয়ার দরের খুব বেশি পরিবর্তন হয়নি। গত বছরের (২০২৩) ২৪ ডিসেম্বর নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর ছিল ৪৫ দশমিক ১ টাকা। আর চলতি বছরের (২০২৪) ২৩ জুন সর্বশেষ শেয়ার দর দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৮ টাকা। ৬ মাসের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে মাত্র ১ দশমিক ৭ টাকা। শেয়ার দরের এমন পরিস্থিতিতে সহজেই অনুমেয়, সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ কম কোম্পানিটির প্রতি।
এদিকে ডোমেইন রিনিউ বা নবায়ন না করায় নিউ লাইন ক্লোথিংসের ওয়েবসাইট বিটিসিএল বন্ধ করে দিয়েছে। শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করা কোম্পানিটির এমন করুণ পরিনতিতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। পাশাপাশি কোম্পানিটি ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড অনুমোদন করবে কি-না তা নিয়েও তারা সংশয়ে রয়েছেন।
বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন ৩৫৫ কোটি ৭৫ লাখ টাকা। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩৩ টাকা থেকে সর্বোচ্চ ৪৭ টাকায় উঠানামা করেছে।
কোম্পানি সূত্রে আরো জানা গেছে, নিউ লাইন ক্লোথিংসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। এবং পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৬৫০টি; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৩০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৮ দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৫১ দশমিক ০৬ শতাংশ। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা।
কোম্পানিটির সেক্রেটারি মো. মতিউর রহমান। ফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।