বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
ইতিহাস গড়া জয়, সুপার এইটের আশা টিকিয়ে রাখলো ইংলিশরা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। স্কটল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর অস্ট্রোলিয়ার সঙ্গে হেরে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে, ওমানকে হারিয়ে সেই শঙ্কা উড়িয়ে শেষ আটের দৌড়ে ভালোভাবেই টিকে রইল জস বাটলারের দল।

আজ শুক্রবার (১৪ জুন) টস হেরে আগে ব্যাট করতে নামা ওমানকে মাত্র ৪৭ রানে গুটিয়ে দেন জোফরা আর্চার, মার্ক উড আর আদিল রশিদরা। যে রান তাড়া করতে নেমে জস বাটলার, ফিল সল্টরা সময় নেন মাত্র ১৯ বল। হাতে রয়ে যায় ১০১ বল। বলের দিক থেকে বিশ্বকাপে সবচেয়ে বড় জয় এটি। ৮ উইকেটের জয়ে শেষ আটের আশা জিইয়ে রাখল ইংলিশরা।

মামুলি সংগ্রহ তাড়ায় নেমে জোড়া ছক্কায় ইনিংস শুরু করে ইংলিশরা। তবে পরের বলেই শেষ হয় ফিল সল্টের ৩ বলে ১২ রানের ইনিংস। দ্বিতীয় ওভারে ফেরেন তিনে নামা উইল জ্যাকস। ৭ বলে ৫ রান করেন তিনি। তবে আসল কাজটা করেন জস বাটলার। ৮ বলের ইনিংসে করেন ২৪ রান। শেষ পর্যন্ত ১০১ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওমানের। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ৩ বলে ৫ রান করে ফেরেন প্রতীক আথাভালে। এরপর দলীয় ১৬ রানের মাথায় অধিনায়ক আকিব ইলিয়াস বিদায় নিলে বড় ধাক্কা খায় দলটি। ১০ বলে ৮ রান করে ফেরেন তিনি। এরপর আর্চার-রশিদদের তোপে ৪৭ রানেই গুটিয়ে যায় দলটি। বিশ্বকাপ ইতিহাসে যা চতুর্থ ও চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

এমন বড় জয়ের মাধ্যমে সুপার এইটে ওঠার জন্য রান রেটও বেশ বড় অঙ্কে বাড়িয়ে নিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হারলে এবং ইংল্যান্ড নামিবিয়াকে হারাতে পারলে বাটলারদের পরের ধাপে ওঠা নিশ্চিত হয়ে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft