বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনে সুপারিশ    ফের বাড়ল স্বর্ণের দাম    পুতুলকে ‘হু’ থেকে অপসারণে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ৩ দিনের রিমান্ডে    ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ: সংস্কার কমিশন    এনসিটিবি'র সামনে দু পক্ষের সংঘর্ষে আহত ২৭    ৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়বে: উপদেষ্টা রিজওয়ানা   
এবার নর্তকীর চরিত্রে আসছে সাবিলা নূর
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

টিভি নাটক ও ওটিটিতে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী সাবিলা নূর। এবার ‘প্রিন্সেস ডায়ানা’ নামে যাত্রাপালার এক নর্তকীর চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকের নামও ‘প্রিন্সেস ডায়ানা’। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল।

এই প্রথম সাবিলাকে নর্তকীর চরিত্রে দেখা যাবে। গত বুধবার মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত শুটিং চলবে।

সাবিলা বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ করে আসছি। অভিনয়ের পাশাপাশি এখনো মঞ্চে নাচটা নিয়মিত করি। তবে যাত্রাপালার এই নাচ আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটি একটু ভিন্ন আঙ্গিকের নাচ। তারপরও নাচ জানা হিসেবে নতুন নাচের এই মুদ্রা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে।’

চরিত্রটির ব্যাপারে এই অভিনেত্রী আরও বলেন, ‘চরিত্রটির মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। বাস্তবে আমাদের সমাজে যাত্রাপালার নৃত্যশিল্পী বা নর্তকীর প্রতি গ্রাম্য প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি থাকে। তাঁরা এই সব নারীকে ভোগবিলাসে ব্যবহার করতে চান। নাটকেও প্রিন্সেস ডায়ানার প্রতি সেই দৃষ্টিভঙ্গি প্রভাবশালীদের আছে।’

এই অভিনেত্রীর ভাষ্য, ‘কাজটি করতে এসে নতুন কিছু শিখতে পরেছি। এ ধরনের নতুন গল্পে, নতুন চরিত্রে কাজটি করতে ভালোই লাগছে।’

নাটকটি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের কথা রয়েছে। মেজবাহ উদ্দিন সুমনের লেখা এই নাটকে আরও অভিনয় করেছেন পার্থ শেখ, এরফান মৃধা শিবলু, সোহেল খান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft