প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:৩৭ অপরাহ্ন
ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। আজ সোমবার (২০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে হাফিজ মুহম্মদ হাসান বাবু জানান, করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যসব খাতের মতো শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। ডিএসই আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অন্তর্ভূক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শেয়ারবাজারে ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে। মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।
ক্যাপিটাল গেইনের উপর নতুন করে কর আরোপ না করার জন্য এনবিআরের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএসই চেয়ারম্যান।