প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন
মঙ্গলবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রথম ধাপের নির্বাচনেও তা করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সারাবিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না। কমিশনের প্রতি আস্থা নাই এটা ঠিক নয়, কমিশন সবসময় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে কাজ করে। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা-অনাস্থার বিষয় নয়, পছন্দের প্রার্থী না পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কম। তবে কত শতাংশ ভোটার উপস্থিত হলে সন্তোষজনক হবে এ বিষয়ে দায়বদ্ধতা নেই। ভোটাররা ভোট দিতে ইচ্ছুক। ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া ও বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, এসব কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম।
মো. আলমগীর বলেন, কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে, তা নিয়ে জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ নেই। যেকোনো শতাংশ ভোট পড়লেই খুশি। ভোটার উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়।
উপজেলা ভোটের দ্বিতীয় ধাপেও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনী প্রচারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রতিপক্ষকে হুমকি এবং প্রভাব বিস্তারের ঘটনায় জোরালো হয়েছে কেন্দ্রে ভোটার খরার শঙ্কাও। এমন পরিস্থিতিতে রোববার মধ্যরাতে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার। মঙ্গলবার ১৫৬ উপজেলায় নেওয়া হবে ভোট।