প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ২:৪৭ অপরাহ্ন
বিগত ১৮ মাস ধরে দিল্লিতে কোনও রাষ্ট্রদূত ছিল না চীনের। সীমান্ত সমস্যার আবহে এত দীর্ঘ সময় ধরে ভারতে চীনা রাষ্ট্রদূত না থাকার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ ছিল। তবে অবশেষে ভারতের জন্য নিজেদের দূতের নাম ঘোষণা করল বেইজিং।
গত জানুয়ারি মাস থেকেই জল্পনা চলছিল ভারতে নিযুক্ত হতে চলা নয়া চীনা রাষ্ট্রদূতকে নিয়ে। তবে আনুষ্ঠানিক ভাবে সেই কূটনীতিকের নাম ঘোষণা করছিল না বেইজিং। অবশেষে ভারতের লোকসভা নির্বাচনের মাঝে এদেশে নিযুক্ত হতে চলা চীনা রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল বেইজিং। শীঘ্রই তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই ফের দিল্লিতে রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে বেইজিং।
জানা যায়, শি ফেইহং নামক কূটনীতিককে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে বেইজিং। এর আগে তিনি আফগানিস্তানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও রোমানিয়াতেও চীনা রাষ্ট্রদূত থেকেছেন তিনি। বর্তমানে তিনি চীনের বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী।
এদিকে ফেইহং যে ভারতে নিযুক্ত হতে চলা পরবর্তী চীনা রাষ্ট্রদূত, তা দাবি করা হয়েছিল জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্টেই। তবে রাষ্ট্রদূত নিয়োগের আনুষ্ঠানিকতা এবং যাবতীয় নিয়মকানুন ঝুলে ছিল এই বেশ কয়েক মাস। এই আবহে ঠিক কবে নাগাদ ফেইহং দিল্লিতে এসে নিজের দায়িত্ব গ্রহণ করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।