প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল আইপিএল থেকে দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। এখন অবশ্য এই বাঁহাতি পেসারের এক দিন ছুটি বাড়িয়েছে বিসিবি।
মুস্তাফিজের ছুটি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস। ছুটি বাড়ায় চেন্নাই সুপার কিংসের হয়ে একটি বাড়তি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।
১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচ খেলেই জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি পেসার।
দলের সঙ্গে ২ মে অনুশীলনের সুযোগ পাবেন মুস্তাফিজ। পরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।
এখন পর্যন্ত আইপিএলে দারুণ করছেন মুস্তাফিজ। পাঁচ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে আছেন তিনি।