শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
 

শিগগিরই ভারতে আটক জেলেদের ফেরত আনা যাবে: পররাষ্ট্রসচিব    ভারতে মসজিদে জরিপ চালানো বন্ধ রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের    ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ    ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে    শীতে ব্রণ বেড়ে গেলে কী করবেন    টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন ট্রাম্প    হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ   
ঢামেক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৪:০০ অপরাহ্ন

ঈদুল ফিতরের দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করে গেলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা মেডিকেল হাসপাতাল জরুরি বিভাগে প্রবেশ করেন।

এ সময় তিনি জরুরি বিভাগের কয়েকটি কক্ষ ও হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ রোগীদের খোঁজখবর নেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাস্থমন্ত্রী সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, তোমরা বাইরের দেশ থেকে পড়তে বাংলাদেশে এসেছো। ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হও। নিজের দেশ এবং আমাদের দেশের গৌরবও তোমরা। তোমাদের মঙ্গল কামনা করি। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

ঢাকা মেডিকেল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীরর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft