প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী জুলাইয়ে আফগামিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে টাইগারদের বিপক্ষে এই সিরিজটি দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপের পর তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দেয়ার কথা ছিল আফগানিস্তানের। এই সফরে দুই টেস্ট সহ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনূস ক্রিকবাজকে জানিয়েছেন, দুই দলের এই সিরিজটি পরে কোনো এক সময় খেলা হবে। ক্রিকেবাজকে জালালা বলেন, দুই বোর্ডই পরে কোন এক সময় এই সিরিজটি খেলার ব্যাপারে সম্মত হয়েছে, তাই নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করা হবে।