প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন
দীর্ঘ বিরতি কাটিয়ে আইপিএলের চলমান আসর দিয়েই আবার মাঠে ফিরেছেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের কোনোটিতেই না খেলা কোহলি মাঠে ফিরে অবশ্য বেশ ছন্দেই আছেন।
গতকাল কলকাতা নাঈট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৫৯ বলে ৮৩ রানের এক ঝলমলে ইনিংস। এর আগের ম্যাচের পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ৪৯ বলে ৭৭ রান।
কেকেআরের বিপক্ষে কোহলি ৮৩ রান করলেও জিততে পারেনি তার দল। আরসিবির দেওয়া লক্ষ্য ১৯ বল হাতে রেখেই দাপটের সাথে জিতে নিয়েছে কলকাতা। ফলে ৫৯ বলে ৮৩ রান করায় কোহলির স্ট্রাইক রেট নিয়েও বেশ সমালোচনা হচ্ছে।
এদিকে ৮৩ রানের ইনিংস খেলার পথে এ দিন দারুণ এক রেকর্ডও গড়েছেন কোহলি। গতকাল কোহলির ইনিংসটি সাজানো ছিল ৪ চার এবং ৪ ছক্কায়। এতেই আরসিবির সাবেক দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন ভারতীয় এই ব্যাটার। ব্যাঙ্গালুরুর হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড এখন কোহলির দখলে।
গতকালের ম্যাচের পর আরসিবির হয়ে কোহলির ছক্কা সংখ্যা এখন ২৪১টি। এতদিন এ তালিকার শীর্শে ছিলেন ক্রিস গেইল। আরসিসিব্র হয়ে এ ক্যারিবীয় এই কিংবদন্তি ছক্কা হাঁকিয়েছেন ২৩৯টি। এ তালিকায় তিনে আছেন আরেক মারকুটে ব্যাটার এ বি ডি ভিলিয়ার্স। তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট ২৩৮টি।
এছাড়া আইপিএলে ছক্কা মারার তালিকায় আরেক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন কোহলি। আইপিএলে ২৫২ ম্যাচ খেলে মহেন্দ্র সিং ধোনি ছক্কা হাঁকিয়েছেন মোট ২৩৯টি। এ তালিকায় তিনি ছিলেন চারে। তবে ২৪১ ছক্কা নিয়ে এখন চারে ওঠে এসেছেন কোহলি, ধোনিকে ঠেলে দিয়েছেন পাঁচে। এ তালিকায় সবার উপরে আছেন ক্রিস গেইল, ১৪২ ম্যাচে ৩৫৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি।