প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে উন্নত খাবার পাঠিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
গতকাল রবিবার সন্ধ্যায় কারাগারের হাজতি ও কয়েদির মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগীর মাংস, গরুর মাংস, ছোলা বুট, বড়া, খেজুর, কলা, জিলাপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম, মন্ত্রীর পক্ষে জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ অন্যান্যরা।
জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম জানান, কারাগারে প্রায় ১১শত নারী-পুরুষ হাজতি ও কয়েদি আছে। জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মন্ত্রী মহোদয় তাদের জন্যে উন্নত খাবারের ব্যবস্থা করলে ইফতারের সময় এগুলো সরবরাহ করা হয়।